পরিবার নিয়ে নিজে একটু ভালো জীবন যাপনের আসায় ও চাকুরী নাম হোনার হরিন দরতে লাখ লাখ টাকা খরচ করে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিবাসন প্রক্রিয়া বা নিয়মের তোয়াক্কা না করে যারা প্রবাসে পাড়ি দিচ্ছেন, তাদের বেশিরভাগ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। প্রতারক চক্রের নিখুঁত কারসাজিতে প্রতারিত হচ্ছেন তারা।
সম্প্রতি একাধিক কুয়েতপ্রবাসীর কাছ থেকে মিলেছে একাধিক অভিযোগ। ভিসা পাওয়া বা নেওয়ার ক্ষেত্রে ভুয়া ভিসা প্রদানকারীদের দ্বারাও প্রতারিত হচ্ছেন সহজসরল হাজারো বাংলাদেশি প্রবাসী।
তথ্যানুসন্ধান বলছে, সম্প্রতি কাতার, ওমান, বাহরাইন, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে বিভিন্ন পেশার ভিসা পাওয়া যাচ্ছে বলে একটি সংঘবদ্ধ চক্র বিজ্ঞপ্তি আকারে প্রচার চালাচ্ছে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে। ওই চক্রটি ‘সহজ ও কম মূল্যে’ ভিসা পাওয়ারও প্রলোভন দেখায় এ বিঞ্জাপনের মাধ্যমে।
অনেক প্রবাসী ফেসবুক ও ইউটিউবে নতুন ভিসা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে ‘হোয়াটসঅ্যাপ ও ইমু’র মাধ্যমে যোগাযোগ করতে থাকেন ওইসব ভিসাদাতা চক্রের সঙ্গে।
সরাসরি সাক্ষাতবিহীন কথোপকথন চলতে থাকে উভয়ের। ভিসাদাতা চক্র তাদের কর্মকান্ড প্রবাসীদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলার জন্য নিখুঁত কিছু কাজও করে দেখান।
এদিকে, এসব চটকার দার বিঞ্জাপন দেখে কাউকে বিদেশ যাওয়ার জন্য অর্থনৈতিক কোন লেনদেন না করার আহব্বান রাষ্ট্রদুতের। যদি কেউ ভিসা নিতে চায় তাহলে যেন সরাসরি যোগাযোগ কওে শংলিষ্ট দেশের দূতাবাস গুলোতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post