শ্রম আইন লঙ্ঘনের দায়ে ওমানের বিভিন্ন প্রদেশ থেকে আরো ৪০ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক। দালালের ক্ষপ্পরে পরে ফ্রি ভিসা ওমান যেয়ে এখন কাজ না পেয়ে বিপাকে অসংখ্য বাংলাদেশি। এদিকে শ্রম আইন লঙ্ঘন করলে কোন ছাড় নয় এমন নীতিতে হাটছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
মঙ্গলবার (২ মে) এক বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, শুকরবার ও শনিবার পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে মাতরাহ থেকে ১৮ জন, আল আমরাত ও কোরিয়াত থেকে ২৪ জন গ্রেফতার করা হয়। এদিকে ওমানের বিভিন্ন কোম্পানি পরিদর্শন করছে শ্রম মন্ত্রণালয়ের টিম। কোনো কোম্পানিতে ওমানিদের স্থানে প্রবাসীদের দিয়ে কাজ করানো হলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।
মূলত দেশটির যুব সমাজকে কাজে লাগাতে ওমানিকরন করছে সরকার। আর তাই অনেক পেশায় এখন আর আগের মত প্রবাসীরা কাজ করতে পারেননা। দেশটিতে দিনদিন সংকুচিত হয়ে আসছে প্রবাসীদের কাজের ক্ষেত্র। দেশটিতে দীর্ঘ ৩০ বছরের অধিক সময় যাবত কাজ করছেন এমন প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্য বলতেই সামনে ভেসে ওঠে তেল সম্পদের অট্টালিকা।
গোটা দুনিয়ার তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য। তেল থেকেই তাদের সরকারি আয়-ব্যয় নির্বাহ হয়। কিন্তু সামনের বছরগুলো তাদের জন্য হয়ে উঠছে কঠিন। বদলে যাচ্ছে পরিস্থিতি। ফুরিয়ে আসছে তেল সম্পদ। ফলে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টিকে থাকার জন্য এখন বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে হচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক প্রতিবেদনে বলেছে, গাল্ফভুক্ত বা এটিএম দেশগুলোর অর্থ দ্রুত ফুরিয়ে আসছে। এসব দেশের অর্থনীতি সম্পূর্ণ তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যদি তারা তেলের ওপর নির্ভরশীলতা কমাতে না পারে বা বিকল্প অর্থনীতির পথ খুঁজে বের করতে না পারে তাহলে আগামী ১৫ বছরের মধ্যে তাদের জমা হওয়া দুই লাখ কোটি ডলার শেষ হয়ে যাবে।
অঢেল সম্পদের কারণে আরবরা যে মানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে তা থেকে তাদের বেরিয়ে আসাও সহজ নয়। কিন্তু সরকার তার ব্যয় মেটাতে নাগরিকদের ওপর কর আরোপ শুরু করলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। দেখা দিতে পারে নাগরিক অস্থিরতা।
বর্তমানে বড় বড় সরকারি প্রতিষ্ঠানে নাগরিকদের চাকরির সুযোগ থাকলেও তা ভবিষ্যতে না থাকার ঝুঁকি রয়েছে। এতে সঙ্কট আরও বাড়তে পারে। আর তাই, এখন থেকেই আরবদেশ গুলোতে প্রবাসীদের কাজের ক্ষেত্র কমিয়ে আনা হচ্ছে। ওমানে বর্তমানে অধিকাংশ পেশায় ওমানিকরন করা হয়েছে। ফলে, চাকরীচ্যুত হওয়ার শঙ্কায় রয়েছেন অনেক প্রবাসী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post