কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনের দায়ে গত চার মাসে ১১ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। কয়েক মাস ধরে দেশটিতে অবৈধ অভিবাসী এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির সরকার। এর মধ্যেই এত সংখ্যক অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা জানালো কুয়েত সরকার।
গত (৩০ এপ্রিল) দ্য গাল্ফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, কুয়েতে আবাসন এবং কর্মসংস্থান আইন লঙ্ঘনের কারণে ধরপাকড় চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসীকে দেশে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিদিন গড়ে ৯২ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এসব অভিবাসীর মধ্যে কোন দেশের কতজন নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ এবং ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বারজাস। তাদের নির্দেশেই ২০২৩ সালের জানুয়ারি থেকে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, যারা আইন লঙ্ঘন করবে, অবৈধভাবে দেশে প্রবেশ করবে এবং যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি আরোপ হবে। সবাইকে সরকারের জারি করা আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে দেশটির সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post