চট্টগ্রামের পটিয়া উপজেলায় জেরিন আকতার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনার পর থেকেই পালিয়েছেন ওই গৃহবধূর প্রবাসী স্বামী দিদারুল আলমসহ পরিবারের লোকজন।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ঘরের জানালা দিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পান বাড়ির ছোট ছেলেমেয়েরা। এ সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন এসে জেরিনকে নিচে নামান। পরে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে নিহত গৃহবধূর মা জেসমিন আকতার অভিযোগ করে বলেন, আত্মহত্যা নয় আমার মেয়ে জেরিন আকতারকে তার স্বামীসহ পরিবারের লোকজন মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post