‘কয়েক দিনের মধ্যেই’ সৌদি আরব ও ইরান একে অপরের রাজধানীতে দূতাবাস আবার চালু করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ হয়েছে। তিনি বলেন, আগামী কিছু দিনের মধ্যে তেহরান ও রিয়াদে আমরা সৌদি আরব এবং ইরানের দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে কাজ করার বিষয়ে সম্মত হয়েছি।
তবে দূতাবাস পুনরায় খুলে দেওয়ার নির্ধারিত কোনো দিন তারিখ পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেননি। ২০১৬ সাল থেকেই দুই দেশের মধ্যে দূতাবাস বন্ধ রয়েছে। তবে, গত মাসের শুরুতে চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের বৈঠকের পর ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং দূতাবাস ফের চালুর বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়।
২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপের পর রিয়াদ সমর্থিত সরকার ইরান সমর্থিত হুতিদের হাতে চলে যায়। এর পর থেকে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। এর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। সৌদিতে সামরিক পদে নিয়োগ পাবেন নারীরা : সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সামরিক খাতে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও চাকরির জন্য আবেদন করতে পারবেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সামরিক বাহিনীতে নারী ও পুরুষের আবেদন করার সুযোগ রাখা হয়েছে বলে আল আরাবিয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছে যে, পুরুষ ও নারী উভয়ের জন্য বিভিন্ন সামরিক চাকরির জন্য আবেদনের পথ খোলা রয়েছে। এতে আরও বলা হয়, আগ্রহীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জয়েন্ট মিলিটারি রিক্রুটমেন্ট কমান্ড ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন।
সৌদি আরব সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের বিস্তৃত কর্মসূচির অংশ হিসাবে ২০১৯ সালে নারীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের অনুমতি দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, নারীরা সেনা, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসাবে নিয়োগ পেতে পারেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post