ওমানের একাধিক স্থানে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন অপরাধে ২৪ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।
রবিবার (৩০ এপ্রিল) ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন লঙ্ঘনের দায়ে মাস্কাট এবং দক্ষিণ আল বাতিনা প্রদেশ থেকে এই ২৪ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে পাবলিক প্লেসে পণ্য বিক্রির অপরাধে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শ্রম মন্ত্রনালয় বলেছে, বেশকিছু স্থানে প্রবাসীরা অবৈধভাবে পণ্য বিক্রি করছে এমন অভিযোগ আসে। সেই হিসেবে অভিযান পরিচালনা করতে যেয়ে কোরিয়াত এবং আল আমরাত থেকে ১১ জন, উইলিয়াত থেকে ১৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগেও ওমানের মাস্কাট সহ বেশকিছু শহরের ফুটপাতে দোকান বসানোর দায়ে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এসময় অবৈধভাবে রাস্তায় দোকান বসানোর দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মাস্কাট পৌরসভার মতে, পরিবেশের জন্য হুমকি, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং শহরের সৌন্দর্য নষ্ট করে এমন কিছু করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও ওমানের আইন অনুযায়ী ফুটপাতে পণ্য বিক্রি শুধুমাত্র ওমানিদের জন্য বৈধ। আর তাই কোনো প্রবাসী এধরণের দোকান বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসা সংক্রান্ত একটি নীতিমালায় মাস্কাট পৌরসভা জানিয়েছে, শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য রাস্তাঘাটে ভ্রাম্যমাণ ব্যবসার বৈধতা দেওয়া হয়েছে।
প্রবাসীরা রাস্তাঘাটে ব্যবসা পরিচালনা করতে পারবেনা এমনকি কোনো ওমানি নাগরিক তার পরিবর্তে এই কাজে কোন প্রবাসীকে নিয়োগও দিতে পারবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post