ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি সোনাসহ মো. রুস্তম আলী নামে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যা ৬টায় রুস্তম আলীকে টাওয়ার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএন গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়।
মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে সোনা রয়েছে। তাকে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ছয়টি সোনার বার (ওজন ৬৯৬ গ্রাম) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকারসহ এক কেজি ৫১ গ্রাম সোনা বের করে দেন।
তিনি এই সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। রুস্তম আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post