দর্শনীয় প্রাসাদ নয়, বিলাসবহুল পেন্টহাউস বা ডিজাইনার অ্যাপার্টমেন্ট নয়। দুবাইয়ের একটি কৃত্রিম দ্বীপের মরুভূমিতে বালির জমি বিক্রি হয়েছে ৩৪ মিলিয়ন ডলারে বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা। যা দেশটিতে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে।
সংবাদ মাধ্যম দ্যা ইকোনমিক টাইমস জানিয়েছে, গত ১৯ এপ্রিল জুমেইরাহ বে দ্বীপে অবস্থিত ২৪,৫০০ বর্গফুটের এই খালি জমিটি বিক্রি হয়েছে। দ্বীপটি দুবাই মূল ভূখণ্ড থেকে সেতুর মাধ্যমে প্রবেশযোগ্য একটি ঘোড়া আকৃতির স্থান। জমিটির প্রতি বর্গফুট ১ লাখ ৪৪ হাজারেরও বেশি মূল্যে বিক্রি হয়েছে।
জমিটি যিনি কিনেছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকেন না, তিনি এই সম্পত্তিতে একটি পারিবারিক অবকাশকালীন বাড়ি তৈরি করার পরিকল্পনা করছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের মতে, সম্পত্তিটি দুই বছর আগে প্রায় ১০৫ কোটি টাকার বিনিময়ে কেনা হয়েছিল অর্থাৎ জমি বিক্রির মাধ্যমে বিক্রেতা প্রায় ২৫৫ কোটি টাকা লাভ করেছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post