আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মিরসরাই সমিতি ওমানের ঈদ পুণর্মিলনী। ওমানের রাজধানী মাস্কাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে আল-কুরুম বীচে আয়োজিত এই পুণর্মিলনীতে প্রবাসীদের পদার্পণে মুখরিত হয়ে উঠে। আয়োজিত পুণর্মিলনীতে ওমানের বিভিন্ন প্রান্ত থেকে মিরসরাই প্রবাসীরা যোগদান করেন। এদিন মাস্কাটের কুরুম বীচ রূপ নেয় চট্টগ্রামের মিরেরসরাইয়ের।
পুনর্মিলনীতে মধ্যাহ্নভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির আয়োজন করা হয় এবং সমুদ্র তীরে ফুটবল খেলা ও সমুদ্র স্নানের মাধ্যমে ঈদের আনন্দে মেতে উঠে আগত প্রবাসীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নছর রিয়াদ সিআইপি এবং সাধারণ সম্পাদক শেখ ফাহাদ।
এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মিরসরাই সমিতি একটি অরাজনৈতিক সংগঠন এবং ওমানে মিরসরাই প্রবাসীরা যে কোনো বিপদে-আপদে মিরসরাই সমিতিকে সবসময় সঙ্গে পাবেন।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post