মার্কেটে ক্রেতা-বিক্রেতাদের জন্য স্বাস্থ্য সতর্কতামূলক কঠোর পদক্ষেপ নিয়েছে মাস্কাট পৌরসভা। রবিবার পৌরসভার অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “ক্রেতা বিক্রেতাদের অবশ্যই নিম্নলিখিত স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলতে হবে:
১. সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। একই সাথে শরীরের তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
৩. বাজারে শিশু ও বয়স্কদের প্রবেশের অনুমতি নেই।
৪. বাজারে প্রবেশ সীমিত থাকবে। যাতে করে বাজারে ক্রেতার পরিমাণ ৩০ শতাংশের বেশি না হয়।
৫. গ্রাহকরা কোনো কাঁচা পণ্য স্পর্শ করতে পারবে না।
৬.বিক্রেতারা তাদের পণ্য ডিসপ্লেতে সাজিয়ে রাখবে। যেনো ক্রেতারা দোকানে প্রবেশ না করে।
আরও পড়ুনঃ ওমানে কিছু পেশায় পুনঃ ওমানিকরণের সিদ্ধান্ত, প্রভাব পরবে প্রবাসীদের উপর
৭. বাজারে বায়ুচলাচল নিশ্চিত করতে হবে।
৮. বাজারের সকল দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৯. নিয়মাবলী অনুসরণ করার জন্য প্রবেশ ও প্রস্থান পথে কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখতে হবে।
১০. কাজের সময় সকলকে গ্লাভস ও মাস্ক পরিধান করতে হবে। একই সাথে সকল কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তায় ব্যবস্থা নিতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post