ওমানে ঈদের আগ থেকেই অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। দেশটির বিভিন্ন প্রদেশে থেকে থেমে নামছে এই বর্ষণ। তবে, কোথাও কোথাও ভারী বর্ষণও হচ্ছে। এরমধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছে রয়্যাল ওমান পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ওমানে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় আটকে পড়া ২০ নাগরিককে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে পুলিশ। মাস্কাটের পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানায় রয়্যাল ওমান পুলিশ।
এক বিবৃতি রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, উত্তর আশ শারকিয়া প্রদেশের দিমা ওয়াল তাইন থেকে এই ২০ জনকে উদ্ধার করা হয়। বৃষ্টিতে পাহাড় ধসের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে উদ্ধারকৃতদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
সকলেই সুস্থ আছেন বলে জানাগেছে। এদিকে, আজও দেশটির উত্তর ও দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা এবং মাস্কাটের কিছু অংশ, আল দাখিলিয়াহ এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
সেইসাথে দেশটির বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে। ভারী বর্ষণের ফলে উপত্যকায় বন্যা দেখা দিয়েছে। ফলে, যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে।
এদিকে, আজ বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
এদিকে সোমবার রাতে দেওয়া এক পূর্বাভাসে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয় সতর্কতা সংকেত। এক্ষেত্রে কোথাও তোলা হয়েছে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত, আবার কোথাও ১ নম্বর সতর্কতা সংকেত জারী করা হয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post