রাত আড়াইটার দিকে ১০-১২ জন মুখোশপরা লোক দরজা ভেঙে ঘরে ঢুকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে শুরু করে মারধর। তারপর ডাকাত দল ঘরে থাকা মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যায়।
রোববার (২৩ এপ্রিল) রাতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে আমেরিকান প্রবাসীর বাড়িতে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ডাকাতদল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের ঘুমন্ত লোকজনকে জিম্মি করে ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, মূল্যবান দলিলপত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রবাসী রোকসানা মির্জার মা মিনারা বেগম বলেন, রাত আড়াইটার দিকে মুখোশপরা ১০-১২ জন লোক দরজা ভেঙে আমার ঘরে ঢুকে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বেঁধে ফেলে এবং মারধর করে।
পরে আলমারি থেকে ৪ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার, ৫ হাজার ডলার, ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক, মোবাইল ফোনসহ মূল্যবান দলিলপত্র ও মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী আমাদের উদ্ধার করে থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার (ওসি) আলী আহম্মেদ বলেন, গভীর রাতে ডাকাতি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post