অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহিনী একটি বিমান। উড্ডয়নের পরপরই আগুন ধরে যায় বোয়িং 737 বিমানটির ইঞ্জিনে। এসময় বিমানটিতে ১৭৩ যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই পাখি ঢুকে পড়ে বিমানটির ইঞ্জিনে। এরপরই তাতে আগুন ধরে যায়। তা ছড়িয়ে পড়ে দ্রুত। বিমানের জানালা দিয়ে তা রেকর্ড করেন এক যাত্রী। মার্কিন সংস্থা, আমেরিকান এয়ারলায়েন্সের বিমানটির পাইলট জরুরী অবতরণ করেন। রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণে আনা হয় এর আগুন। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৩ এপ্রিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে এই আগুনের ঘটনা ঘটে। সিএনএনের খবরে বলা হয়, স্ফুলিঙ্গ বের হওয়ার পর বিমানটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। পাখির আঘাতের কারণে বিমানটির ইঞ্জিনে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বোয়িং ৭৩৭ এর বিমানটি কলম্বাস থেকে অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটিতে পাখি আঘাত করে থাকতে পারে বলে জানায় বিমানের ক্রু সদস্যরা। বিমানটি জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে টুইটারে এক বিবৃতিতে বলা হয়, ক্রু সদস্যরা আজ সকালে একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা জানিয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বিমানবন্দর চালু রয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, ফ্লাইটটি ‘যান্ত্রিক গোলযোগের কারণে’ কলম্বাস বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছে। রক্ষণাবেক্ষণের জন্য বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদের ফিনিক্সে ফিরিয়ে নেওয়ার জন্য আমাদের টিম কাজ করছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post