ইতিহাসে প্রথমবারের মত মহাকাশ থেকে ভেসে এলো ঈদের শুভেচ্ছা। ২২ এপ্রিল পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতা থেকে এই ঈদের শুভেচ্ছা জানান আমিরাতের মহাকাশচারী সুলতান আলনেয়াদি। এবারই প্রথম মহাকাশে কোনো মুসলিম নভোচারী ঈদ উদযাপন করেছেন। আর তাই আমিরাতের এই মুসলিম নভোচারী ঈদের দিন মহাকাশে ঈদের সাঁজে এক ভিডিও বার্তা পাঠান। সেখানে তিনি নিজের পুরো পরিবার, বন্ধু ও পৃথিবীর সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এসময় তাঁর সাথে ছিলেন তাঁরই আরেক সতীর্থ মহাকাশচারী সুহেল।
এই দিন টুইটারে একটি এক মিনিটের ভিডিও শেয়ার করেন সুলতান। একটি সুন্দর আরবি সঙ্গীতের সঙ্গে বাজে নেপথ্যে। তার সঙ্গে আলনেয়াদিকে বলতে শোনা যায়, ‘সাধারণত, আমার ঈদ পরিবার এবং বাচ্চাদের সঙ্গে কাটে। তবে আজ আমার বিশ্বস্ত সঙ্গী সুহেলের সঙ্গে ঈদ উদযাপন করব।’ এই শুভ উপলক্ষে তিনি তার পরিবার, বন্ধু বান্ধব এবং পৃথিবীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এই বিশেষ উপলক্ষ আপনার জীবনে শান্তি, সুখ, এবং সমৃদ্ধি বয়ে আনুক, ঈদ মোবারক! ভিডিও তে দেখা যায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এর কুপোলা অবজারভেটরি মডিউলের ভিতরে মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার (এমবিআরএসসি) এর ভিতর সুহেলের সঙ্গে আলনেয়াদি ভাসছেন। প্রসঙ্গত সুহেল ক্যানোপাস তারার আরবি নাম। তাকেও এই দিন সাধারণ স্পেসসুটের পরিবর্তে একটি ধূসর কান্দুরা অর্থাৎ মুসলিমদের এই বিশেষ পোশাক পরতে দেখা যায়।
ঈদের শুভেচ্ছা ছাড়াও ভিডিও তে দেখা যায়, আলনেয়াদি মহাকাশযানের গম্বুজ আকৃতির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখাচ্ছেন। সেখানেই দেখা গেল, ৪০০ কিলোমিটার উচ্চতা থেকে পৃথিবীর আশ্চর্য অপরূপ দৃশ্য। থিওরবিটিং স্পেস স্টেশনে আলনেয়াদি তাঁর ছয় মাসের মিশনে রয়েছেন। আপাতত দ্বিতীয় মাস চলছে তাঁর। মহাকাশযানেই তিনি পুরো রমজান মাস বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা করে কাটিয়েছেন। নিরন্তর কাজ করেছেন সংযুক্ত আরব আমিরাতের এই মহাকাশচারী। তিনি সেখানে তার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। মহাকাশ থেকে তার পাঠানো পৃথিবীর অবাক করা সুন্দর ছবিগুলি জায়গা করে নিয়েছে বিশ্ব বিখ্যাত গণমাধ্যমে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post