পবিত্র ঈদের দিন ভয়াবহ এক টর্নেডো দেখলো ওমান। শনিবার (২২ এপ্রিল) দেশটির জালান বু আলী নামক স্থানে এই টর্নেডো আঘাত হানে। ওমানের আবহাওয়া অফিস জানিয়েছে, এটি ওমানের জন্য এক বিরল ঘটনা। শনিবার বিকেলে হটাত জালান অঞ্চলে বজ্রপাতের সময় টর্নেডো আঘাত হানে। মুহূর্তেই মারা যায় অনেক উট সহ গবাদি পশু পাখি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মানুষ আহত বা নিহত হয়েছেন কিনা তা যানা যায়নি।
ওমানের সিভিল এভিয়েশন অথোরিটি জানিয়েছে, উত্তর ও দক্ষিণ আশ শারকিয়া, দাখিলিয়া, আল উস্তা ও মাস্কাটের কিছু অংশে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ২০ থেকে ৭৫ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ফলে, আকস্মিক বন্যা দেখা দিতে পারে ওয়াদি অঞ্চলে। একইসাথে ঘন্টায় ২৮ থেকে ৬৪ কিলিমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে।
পূর্বাভাষ অনুযায়ী, কিছু অঞ্চলে ধুলি ঝড়ের সম্ভাবনা রয়েছে। এসময় সাগরের পানি সাড়ে ৩ মিটার উচ্চতায় উঠতে পারে। উপকূলীয় অঞ্চলে বসবাসরত সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টিপাতের সময় ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল পারাপার না হতে বলা হয়েছে। সেইসাথে নিচু স্থানে যাওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post