অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড জাপান ও ফিলিপাইন সরকারিভাবে নিশ্চিত করেছে দেশগুলো পবিত্র ঈদুল ফিতর পালিত হবে শনিবার (২৩ এপ্রিল)। বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মাগরিবের নামাজের পর শাওয়াল মাসে চাঁদ দেখার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে দেশটির মুসলিমদের বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে।
আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমি সেন্টার (আইএসি) বলেছে, বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলোতে খালি চোখে বা দূরবীন দিয়ে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা খুব কম। তবে পশ্চিমা আফ্রিকার কয়েকটি দেশে দেখা যেতে পারে। ফলে ঈদুল ফিতর হতে পারে শনিবার। তবে নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর চাঁদ দেখার অনুসন্ধানের ফলাফল প্রকাশের পর।
সূত্র: গাল্ফ নিউজ
আরো দেখুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post