মক্কার গ্র্যান্ড মসজিদে ২৮ রমজানের রাতে একসাথে ২.৫ মিলিয়নের বেশি লোক খতমে কোরআন নামাজে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীরাও উপস্তিত ছিলেন। খবর সৌদি গেজেট’র।
সৌদির দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সি প্রধান শেখ আবদুরহমান আল-সুদাইস এই নামাজের নেতৃত্ব দেন। খতমে কোরআনের অর্থ হলো তারাবির নামাজে কোরআন খতম দেয়া। দুই মসজিদের ভেতরের অংশ ও আশেপাশের রাস্তায় সব লোক সমবেত হয়েছিল।
নামাজের নেতৃত্বদানকারী শেখ আল-সুদাইস আল্লাহর কাছে বরকতময় এই রাতে সমস্ত মুসলমানদের ক্ষমা এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন।
তিনি রাজ্যের শাসনকর্তাদের সাথে সমস্ত মুসলিম দেশগুলিকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং তাদের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন।
সকাল থেকেই মুসল্লিরা গ্র্যান্ড মসজিদে ভিড় করতে থাকেন।
আরো দেখুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post