পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বে ১০০ কোটি দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত। সেই লক্ষ্যে ‘ওয়ান বিলিয়ন মিলস এনডাউমেন্ট ক্যাম্পেইন’ নামে একটি প্রকল্প চালু করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। প্রথমবারের মত এই ক্যাম্পেইনে যুক্ত হয়েছে বাংলাদেশি একটি সংগঠন।
এই প্রকল্পের লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই খাদ্য সহায়তা নিশ্চিত করা। গত কয়েক বছর ধরে রমজান মাসে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন দুবাইয়ের শাসক। বিশ্বের ৫০ টি দেশের রোজাদার ক্ষুধার্ত দারিদ্র মানুষের জন্য এ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এবার এই খাদ্য বা ইফতার বণ্টনের কাজটিতে প্রথমবারের মতো সহায়তা করতে এগিয়ে এসেছে বাংলাদেশ এসোসিয়েশন দুবাই।
সোমবার প্রবাসী শ্রমিকদের আবাসিক এলাকায় হিসেবে খ্যাত দুবাইয়ের সোনাপুরে হামাদ আবদুল করিম মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দরা ১২ শো সাধারণ শ্রমিকদের মাঝে এ খাবার বিতরণ করেন। সংগঠনের সদস্য ছাড়াও এসময়ে বাংলাদেশ কমিউনিটির অসংখ্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
এক টুইট বার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, ‘ভাই ও বোনেরা, পবিত্র মাসের আগমনের সাথে সাথে আমাদের বার্ষিক ঐতিহ্য অনুযায়ী, আমরা রমজানে ‘ওয়ান বিলিয়ন খাবার’ এনডোমেন্ট প্রকল্প উদ্বোধন করতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরিদ্র ও দুস্থ কয়েকশ কোটি মানুষের খাবার সরবরাহ করা।
তিনি বলেন ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে এটাই হবে বিশ্বের এই জগতকালের সবচেয়ে বড় উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমরা অসহায় মানুষের দুঃখ ভাগাভাগি করে নেব। মুসলিম হিসেবে আমাদের কর্তব্য বিশেষ করে রমজান মাসে যাদের প্রয়োজন আছে তাদের পাশে দাঁড়ানো। প্রয়োজন মুহূর্তে একটি ছোট্ট, কিন্তু টেকসই অবদান, একসাথে বিশাল বড় কোন অবদানের চেয়েও বড় পার্থক্য রাখে। আমরা সেই কাজটি করতে চাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post