ইন্দোনেশিয়া পাপুয়া প্রদেশে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর হাতে অপহৃত নিউজিল্যান্ডের পাইলটকে উদ্ধারে অভিযান চালায় ইন্দোনেশিয়ার সেনাবাহিনী। এ সময় বিচ্ছিন্নবাদীদের গুলিতে অন্তত ৬ সেনা নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩০ সেনা। এমনটিই জানিয়েছে ব্রটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান।
সেনাবাহিনীর রিপোর্ট অনুসারে পার্বত্য জেলা এনদুগায় একটি সেনা চৌকিতে প্রায় ৩৬ জন সেনা ছিল। তাদের ওপর হামলা চালায় ‘মুক্ত পাপুয়া’ আন্দোলনকারী সশস্র বাহিনী ওয়েস্ট পাপুয়া লিবারেশন আর্মি। এ সময় অন্তত ৬ সেনা নিহত হন। এছাড়া ২১ সেনা জঙ্গলে পালিয়ে যান বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তবে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় ১ জন নিহত হয়েছে এবং ৯ জনকে অপহরণ করেছে বিদ্রোহীরা।
পাপুয়া সেনাবাহিনীর মুখপাত্র কোল হারম্যান বলেন, হতাহত সেনারা ফিলিপ মার্ক মেরটেন্সের সন্ধানে কাজ করছিলো। ফিলিপ নিউজিল্যান্ডের নাগরিক এবং ইন্দোনেশিয়ার বিমান কোম্পানি সুসি এয়ারে পাইলট হিসেবে কাজ করতেন। ফেব্রুয়ারিতে বিদ্রোহীরা তাকে অপহরণ করে।
প্রসঙ্গত, পাপুয়া ইন্দোনেশিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি অঞ্চল। ১৯৬৯ সালে জাতিসংঘের ভোটের মাধ্যমে ইন্দোনেশিয়া যুক্ত করা হয় পাপুয়া নিউগিনি সংযুক্ত এই অঞ্চল। অঞ্চলটির জনগোষ্ঠীর সংস্কৃতি ইন্দোনেশিয়া থেকে সম্পূর্ণ আলাদা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post