ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। যদিও সম্প্রতি বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন নেতানিয়াহু। খবর আল-জাজিরার। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, গতকাল শনিবারের বিক্ষোভে এক লাখের বেশি মানুষ তেল আবিবে জড়ো হয়েছে। এ ছাড়া ইসরায়েলজুড়ে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা বাতিলের বিরুদ্ধে দেশটিতে গত তিন মাসের বেশি সময় ধরে সাপ্তাহিক বিক্ষোভ হচ্ছে। তুমুল বিক্ষোভের মুখে মার্চের শেষ নাগাদ এটি স্থগিতের ঘোষণা দেন নেতানিয়াহু। তিনি সেই সময় বলেছিলেন, তিনি দেশে গৃহযুদ্ধ চান না। তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তের পরেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। তারা পুরোপুরি এই বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা বাতিলের দাবি জানাচ্ছেন।
এর আগে নেতানিয়াহু বলেন, তাদের পরিকল্পনা অনুসারে বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা হলে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তবে বিরোধীরা বলছেন, এর ফলে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। গত মার্চে বিতর্কিত বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এরপর বিক্ষোভ আরও ফুঁসে উঠে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post