পবিত্র রমজান মাসেও থেমে নেই মাদক কারবারিদের বাণিজ্য। ওমানের মাতরায় এক প্রবাসীর ঘরে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।
১৬ এপ্রিল টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী মাস্কাটে প্রবাসী কর্মীদের এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭০০ বোতল মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ওমান কাস্টমস জানিয়েছে, “তদন্ত ও ঝুঁকি মূল্যায়ন অধিদপ্তর মাতরাহ এলাকায় প্রবাসী শ্রমিকদের সাইটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩ হাজার ৭০০ টিরও বেশি মদের বোতল এবং বিয়ারের ক্যান জব্দ করেছে।
এদিকে, ওমানের বিভিন্ন প্রবাসী ক্যাম্পে খোঁজ নিয়ে জানাগেছে, কিছু ভারতীয় নাগরিক এসব মাদক ব্যবসার জড়িত। তাদের সাথে কিছু অসাধু বাংলাদেশিও জড়িত রয়েছেন। এরা অবৈধ উপায়ে শ্রমিকদের মাঝে এসব মাদক দ্রব্য বিক্রি করে থাকে।
এছাড়াও নিষিদ্ধ তামাক জাতীয় দ্রব্য তারা বিক্রি করে। একইসাথে নিষিদ্ধ সিগারেটও বিক্রি করে এই চক্রটি এমন তথ্য জানিয়েছে ওমান পুলিশ।
এদিকে, মারামারির অভিযোগে ওমানের উত্তর আল বাতিনাহ প্রদেশ থেকে ৩ প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। আটককৃতরা সবাই এশিয়ান নাগরিক। তাদের বিরুদ্ধে মারামারি এবং চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post