টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর ও জামাতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবাসী হাসেন শেখ দেশে এলে স্বজনরা তাকে নিয়ে প্রাইভেট কারে সিরাজগঞ্জের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।
টাঙ্গাইলের দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার শংকরহাটি গ্রামের সাত্তার শেখের ছেলে হাসেন শেখ (৫০) এবং তার শ্বশুর একই জেলা ও থানার চাঁদপুর গ্রামের রবি শেখের ছেলে আমীর শেখ (৭১)। এ দুর্ঘটনায় আহতরা হলো নিহত আমীর শেখের ছেলে আশরাফ ও আরিফুল এবং আশরাফের মেয়ে আফিয়া (৭)।
বঙ্গবন্ধু সেতু পূর্বথানার এসআই মশিউর রহমান জানান, প্রবাসী হাসেন শেখ দেশে এলে স্বজনরা তাকে নিয়ে একটি প্রাইভেট কারে করে বাড়িতে যাওয়ার সময় প্রাইভেট কারটি মহাসড়কের সরাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন হাসেন শেখ। এ সময় তার শ্বশুর, দুই শ্যালক আশরাফ ও আরিফুল এবং আশরাফের মেয়ে আফিয়া আহত হয়। আহতদের মধ্যে আমীর শেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post