ওমানে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক অভিযুক্তকে ২৩ হাজার রিয়াল জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ লাখ টাকার সমপরিমাণ অর্থ।
আদালতের দেওয়া রায়ে দেশটির দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের ঐ প্রতিষ্ঠানকে এই সাজা দেওয়া হয়। রায়ে বলা হয়, দুটি অপরাধে এই শাস্তির কথা বলা হয়েছে। প্রকৃত সেবা এবং সম্মত সময়ের মধ্যে সেবা না দেওয়া এবং মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করেছিলো উক্ত প্রতিষ্ঠান।
রায়ে প্রতিষ্ঠানের প্রতিনিধিকে প্রতিটি মামলায় এক মাসের কারাদণ্ড এবং ২৩ হাজার রিয়াল জরিমানার কথা বলা হয়েছে। বারকার ভোক্তা সুরক্ষা বিভাগ জানিয়েছে, বিল্ডিং উপকরণ এবং স্যানিটারি ওয়্যার কেনার জন্য প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার পর মালামাল যথা সময়ে সরবরাহ করেনি এমন অভিযোগ বেশ কয়েকবার পাওয়া যায়।
অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযান পরিচালনা করে ভোক্তা সুরক্ষা বিভাগ। পরে অভিযোগের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
নির্ধারিত তারিখে প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ না করায় এবং বিজ্ঞাপন দিয়ে প্রতারণার দায়ে মামলার নথি বারকার পাবলিক প্রসিকিউশন ডিপার্টমেন্টে পাঠানো হয়, যা পরবর্তীতে আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করে উপযুক্ত আদালতে প্রেরণ করে। অবশেষে ভোক্তা সুরক্ষা আইনের অনুচ্ছেদ (২৩) অনুসারে অভিযুক্তকে ‘প্রতিষ্ঠানের প্রতিনিধি’ দোষী সাব্যস্ত হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post