মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাই আমিরাত সরকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ শনিবার (১৫ এপ্রিল) একটি সরকারি আদেশ জারি করেছেন। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, যারা ভিসার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা পাবেন। অর্থাৎ যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামী চিন্তাবিদ, মুফতি কমপক্ষে ২০ বছর ধরে দুবাইয়ে ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন, তাদের এই ভিসা দেওয়া হবে।
ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এ ঘোষণা দেন। এছাড়া ঈদ উপলক্ষে ইসলামী ব্যক্তিত্বদের উপহার দেয়ার ও ঘোষণা দিয়েছেন যুবরাজ। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।
এই বিশেষ ভিসা বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশী নাগরিক এবং সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাসকারী বিদেশী নাগরিকদের দেওয়া হয়। যারা এই ভিসা পাবেন তারা দেশের প্রায় সব সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাথমিকভাবে বেসরকারি ও আবাসন খাতের বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তি, উদ্ভাবক, বিজ্ঞানী, চিকিৎসক ও বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিদের এই ভিসা দেওয়া হতো। কিন্তু তিন বছর পর আমিরাত সরকার অন্যদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post