ওমানে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হরেছে। এ বছর সরকারি ও বেসরকারি কর্মচারী কর্মকর্তারা আগামী ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি উপভোগ করতে পারবেন। অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে।
২৫ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে পুনরায় অফিস আদালত খোলা থাকবে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সরকারি ঘোষণা অনুযায়ী এবছর ঈদে ওমানের নাগরিক ও প্রবাসীরা মোট ৫ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
সরকারি আদেশের ভিত্তিতে এই ৫ দিন রাজ্যের প্রশাসনিক যন্ত্রপাতি (পাবলিক সেক্টর), অন্যান্য আইনি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে নিয়োগকর্তারা চাইলে তাদের কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে শ্রমিকদের অতিরিক্ত বেতন দিতে হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। এদিকে, আগামী মঙ্গলবার অর্থাৎ ১৮ এপ্রিল শবে কদরের ছুটি ঘোষণা করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
অপরদিকে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে এ বছর সরকারি ও বেসরকারি কর্মচারী কর্মকর্তারা ৪ নাকি ৫ দিন ছুটি পাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়।
আমিরাতের কেন্দ্রীয় মানবসম্পদ কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে এবার ঈদুল ফিতরের ছুটি থাকবে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল পর্যন্ত। ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু বা শেষ হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।
আমিরাতের সরকারি ঘোষণা অনুসারে এ বছর রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তাহলে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত চারদিন ছুটি। আর যদি রমজান ৩০ দিনে শেষ হয়, তাহলে ছুটি হবে পাঁচদিন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post