দিনদিন কঠোর হচ্ছে ওমানের পুলিশ। প্রবাসীদের কোনো বিষয় একটি এদিক সেদিক হলেই করা হচ্ছে মোটা অংকের জরিমানা। সম্প্রতি ওমানে প্রবাসীদের গাড়ির মধ্যে একাধিক প্রবাসী থাকলে বেশি জরিমানার খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে যেসব প্রবাসী গাড়ি দিয়ে ট্যাক্সি সেবা দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যাচ্ছে।
ওমানের আইন অনুযায়ী ট্যাক্সি চালানোর বৈধতা কেবলমাত্র ওমানিদের। তবে, কিছু বাংলাদেশি প্রবাসী নিজের গাড়ি দিয়ে কিছু বাড়তি উপার্জনের জন্য আশেপাশের প্রবাসীদেরকে এয়ারপোর্ট ট্রিপ দিয়ে থাকেন।
কিন্তু বর্তমানে মাস্কাট পুলিশ এদের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে। কোনো প্রবাসীর গাড়িতে ভিন্ন স্পন্সরের যাত্রী দেখা গেলেই ২০০ রিয়াল জরিমানা করা হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকার সমপরিমাণ অর্থ।
মূলত কোনো গাড়িতে একাধিক যাত্রী থাকলে পুলিশ তাদের আইডি কার্ড পরিক্ষা করে। যদি, তাদের কোম্পানি বা মালিক ভিন্ন ভিন হয়, তাহলেই এই জরিমানা করা হচ্ছে। অর্থাৎ কোনো ভাবেই যেন প্রবাসীরা ট্যাক্সি সার্ভিস না দিতে পারে, সেই দিকে কঠোর অবস্থানে যাচ্ছে ওমানের যোগাযোগ মন্ত্রণালয়।
ভুক্তভোগী কয়েকজন প্রবাসী আমাদের জানিয়েছেন, ওমান পুলিশ পূর্বে প্রবাসীদের প্রতি সহনশীল আচরণ করলেও বর্তমানে আগের মত নেই। এখন কিছু হলেই মোটা অংকের জরিমানা করা হচ্ছে। এমনিতেই সবকিছুর দাম বৃদ্ধি পাচ্ছে।
আবার কাজের পরিস্থিতিও আগের মত নেই। এখন কাজ করলেও সময়মত বেতন পাওয়া যায়না। সবকিছু মিলিয়ে ওমানের বর্তমান পরিস্থিতি কোনো ভাবেই প্রবাসীদের জন্য লাভজনক নয় বলে মত দিয়েছেন অনেক প্রবাসী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post