সৌদিআরবে নিয়োগকর্তার অধীনে কাজ না করে নিজ উদ্যোগে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা এবং ছয় মাসের কারাদন্ডের আইন জারী করা হয়েছে। একইসাথে সাজা এবং জরিমানা শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেট জাওয়াজাত। যে সকল প্রবাসী কর্মী নিয়োগকর্তার অধীনে কাজ না করে কিংবা নিয়োগকর্তার অধীনেই নিজের অন্য কাজ করেন তাদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য।
অর্থাৎ কথিত ফ্রি ভিসায় যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে চরম দুঃসংবাদ দিলো দেশটির সরকার। বর্তমানে ফ্রি ভিসার কর্মীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে নেমেছে সৌদি প্রশাসন। শুধু আইন জারীর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং যেসকল প্রবাসী ফ্রি ভিসায় কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং সৌদি আরবের বাকি অঞ্চলে ৯৯৯ –এ রিপোর্ট করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাওয়াজাত এর আগে জানিয়েছে যে, যেসব নিয়োগকর্তা তাদের কর্মীদের অন্যের জন্য বা তাদের নিজস্ব কাজ করার অনুমতি দেবেন তাদের আর্থিক জরিমানা, কারাদন্ড এবং নিয়োগ থেকে নিষিদ্ধ করা হবে। এছাড়াও নিয়োগকর্তাদের ১ লাখ রিয়াল পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে এবং ৬ মাসের জন্য কারাদন্ড দেওয়া হবে এবং ৫ বছরের জন্য শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post