পরিশ্রম ছাড়া অর্থ উপার্জনের সুযোগ পেলে আমরা অনেকেই এর পেছনে ছুটি। আর সেটি যদি হয় বাড়িতে বসে তাহলে তো কথাই নেই। মোবাইলে প্রায়শই এমন প্রলোভন দেখিয়ে মেসেজ আসে। হোয়াটসঅ্যাপে এমনই একটি মেসেজ দেখে কাজের জন্য আবেদন করে ৮ লাখ টাকা খোয়ালেন ভারতের এক তরুণী।
ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগ্রামের। সামান্য পরিশ্রম করেই টাকা উপার্জন করা যাবে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ দেখেই আবেদন করেছিলেন কর্ণাটকের বাসিন্দা সরিতা এস নামের এক তরুণী। তবে কর্মসূত্রে তার বর্তমান ঠিকানা গুরুগ্রাম। কাজের জন্য আবেদন করার তাকে অনুরোধ করা হয় ৫০ টাকার বিনিময়ে ইউটিউবের একটি চ্যানেলের গ্রাহক হতে।
উল্টো দিকে থাকা একটি ‘গ্লোবাল মার্কেটিং সংস্থা’-র এইচআরের পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে জানান, সব প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তিনি কাজ করতে পারবেন। মেসেজ এবং ফোনে দেয়া তথ্যের ভিত্তিতে ওই তরুণী পর পর দু’টি ইউটিউব চ্যানেল ‘সাবস্ক্রাইব’ করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর লালিয়া নামের এক তরুণী সরিতার টেলিগ্রাম অ্যাকাউন্টের আইডি জানতে চান। তার পর তাকে একটি গ্রুপে যুক্ত করে দেয়া হয়। শেষে তাকে একটি কাজ করতে দেয়া হয় এবং বলা হয়, কাজটি শেষ হলেই তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।
কিন্তু এ কাজ করতে গিয়ে উল্টো ৮ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয় বলে তরুণীর অভিযোগ। ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পরে সাইবার ক্রাইম শাখায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মানেসর পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post