ওমানে ফের বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টায় ওমানের বিভিন্ন প্রদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ওমান আবহাওয়া অধিদপ্তর। শনিবার এবং রবিবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (৮ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
ওমান আবহাওয়া অফিস জানিয়েছে, এই দুইদিন ওমানের বেশিরভাগ প্রদেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। আল হাজর পর্বতমালা ও পার্শ্ববর্তী অঞ্চল এবং দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা এবং ধোফার প্রদেশের কিছু অংশে মাঝে মাঝে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে আল হাজর পর্বতমালা এবং আল উস্তা ও ধোফার প্রদেশের বিভিন্ন অঞ্চলে মেঘের বিস্তার দেখা গেছে এবং দুকুমের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃষ্টিপাতের সময় নাগরিক ও প্রবাসীদের ক্ষয়ক্ষতি এড়াতে বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকতে বলা হয়েছে। একইসাথে, ধাতব বস্তু স্পর্শ না করা এবং শিশুদের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সেইসাথে বন্যাকবলিত অঞ্চলে না যেতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post