ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১১৩২ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ২৩৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৯ জন ওমানি নাগরিক এবং ৪৯৩ জন প্রবাসী। গত ২৪ ঘণ্টায় নতুন ৯জনের মৃত্যু সহ মোট মৃত্যু ১৫৩ জন। দেশটিতে দীর্ঘদিন পর মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত কয়েকদিন যাবত ২জন করে মৃত্যু হলেও আজ এক লাফে ৯জনের মৃত্যুতে কিছুটা শঙ্কায় ওমান প্রবাসীরা। দেশটিতে মোট আক্রান্ত ৩৫,০১৫ জন।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ফ্রি চিকিৎসা সেবা
এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে। এর আগে বৃহস্পতিবার সর্বশেষ তথ্যে বলা হয়েছিল, ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে ওই দিন দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়। এ মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৬২১ জনে। শুক্রবার (২৬ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post