স্বরণকালের ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েগেছে দেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট বঙ্গবাজার। এতে রাতারাতি কোটিপতি থেকে পথের ভিখারি হয়ে যান প্রায় ৫ হাজার ব্যবসায়ী। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা এদের মধ্যে অন্যতম চট্টগ্রামের ফারাজ করিম। আগুনে ভস্মীভূত ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ভেজা ও পরিত্যক্ত কাপড় কেনা শুরু করেছেন বিশিষ্ট সমাজ সেবক ফারাজ করিম চৌধুরী।
জানা গেছে, বঙ্গবাজারের যে কাপড়গুলো আর বিক্রি করা সম্ভব না সেই কাপড়গুলোই কিনছেন তিনি। পরে গুলশানে ‘অস্থায়ী বঙ্গবাজার’ নামে একটি স্টল করে কাপড়গুলো সেখানে বিক্রি করে প্রাপ্ত টাকা পুনরায় অন্যান্য ক্ষতিগ্রস্তদের নিকট হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে তার। যাতে করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা আবারও তাদের ব্যবসা শুরু করতে পারেন।
প্রথম ধাপে প্রায় অর্ধ কোটি টাকার এসব পণ্য কিনেছেন এ তরুণ রাজনীতিক। এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, এই মুহূর্তে দুইভাবে মানুষকে সহযোগিতা করতে হবে। শুধু কাউকে ৫ হাজার বা ১০ হাজার টাকা দিলে কিছুই হবে না। এরা কেউ কারো দান গ্রহণ করার মতো মানুষ না। দান গ্রহণ করার ব্যাপারে কাউকে আমি ছোট করতে চাই না। তারা ব্যবসায়ী, তারা নিজেদের আত্মসম্মান নিয়ে ব্যবসা করেন। তাদের যতটুকু সম্ভব ব্যবসায়িকভাবে সহযোগিতা করতে হবে। এজন্য প্রথম ধাপে আমি তাদের কাছ থেকে লাভ দিয়ে পণ্য কিনে নিয়ে পরে আমি নিজে একজন দোকানদার হয়ে গুলশানে এগুলো বিক্রি করবো। এর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পুনরায় সেসব ব্যবসায়ীদের কাছ থেকে আরও পণ্য কিনবো, সেগুলো আবার গুলশানে এনে নামীদামী মানুষদের কাছে বিক্রি করে সেই টাকা অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেব। তার এমন ব্যতিক্রমী উদ্যোগের ভুয়ুসি প্রশংসা করছেন সাধারণ মানুষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post