পবিত্র রমজানে মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন একজন ইমাম। মনোমুগ্ধকর কণ্ঠে সুরা তেলাওয়াত করছেন তিনি। তার পেছনে জামাতের সাথে নামাজ আদায় করছেন কয়েক ডজন মুসল্লি। এ সময় হঠাৎ ইমামের বুক হয়ে কাঁধে লাফিয়ে উঠে একটি সাদা-ধূসর রঙের বিড়াল। তারপরও নামাজে সুরা তেলাওয়াত চালিয়ে যান ইমাম।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সম্প্রতি তারাবির নামাজ পড়ানোর সময় ইমামের কাঁধে বিড়াল লাফিয়ে ওঠার এই ঘটনা ঘটেছে আলজেরিয়ায়। আর ইমামের নামাজ পড়ানোর ওই দৃশ্য তখন সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিওতে দেখা যায়, নামাজের মাঝপথে হঠাৎ বিড়ালটি সামনের দিক থেকে ইমামের কাঁধে লাফিয়ে ওঠে। এরপর সেখানে কিছু সময় অবস্থান করে। এ সময় ইমামও বিড়ালটি তাড়িয়ে না দিয়ে বরং নামাজ চালিয়ে যান।
পরে সেটি ইমামের কাঁধ থেকে নেমে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিড়ালের প্রতি ইমামের এমন আচরণে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন। আলজাজিরা টুইটারে এই ভিডিওটি টুইট করেছে। এছাড়াও শতশত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি। মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এক দিনের মধ্যেই। এছাড়া রিটুইট করেছেন হাজার হাজার ব্যবহারকারী। ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধন্যবাদ ইমাম সাহেব। অপর একজন লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহ নামাজের সময় আদুরে বিড়াল দিয়ে আপনার ঈমানের পরীক্ষা করেছেন। চমৎকার দৃশ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম তিনি। শায়খ ওয়ালিদ মাহসাস সামজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post