কুমিল্লা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুন্সীরহাট মাদ্রাসার প্রভাষক পেয়ার আহাম্মদ মজুমদারকে এক প্রবাসী স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় আওয়ামী লীগের সভাপতির পা ধরে ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার রাতে ওই প্রবাসীর শ্বশুরবাড়ির গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে। আটক পেয়ার আহাম্মদ মজুমদার বাঙ্গড্ডা গ্রামের উত্তরপাড়ার মাস্টার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর লালমাই উপজেলায় বিয়ে হয়। স্বামী সৌদি আরবে থাকার সুবাদে আওয়ামী নেতা পেয়ার আহাম্মদের সঙ্গে সখ্য গড়ে উঠে বেশ কিছুদিন আগে। সম্পর্কের ধারাবাহিকতায় সোমবার রাতে ওই তরুণীর বাবার ঘরে প্রবেশ করে পেয়ার আহাম্মদ। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে আপত্তিকর অবস্থায় আটক করেন ফেয়ার আহাম্মদকে। পরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
অভিযুক্ত পেয়ার আহাম্মদ বলেন, এ ঘটনা মিথ্যা। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমারে হেয় করার জন্য এটা করা হয়েছে। যারা আমাকে আটক করেছে তারা আমার মোটরসাইকেল রেখে দিয়েছে। আমি এ ব্যাপারে থানায় অভিযোগ করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার বলেন, পেয়ার আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চাওয়ায় এবং সাবেক চেয়ারম্যান শাহাজাহান মজুমদার ও ইউপি আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধে তার ভাইয়ের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছি। নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: যুগান্তর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post