পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি শহর ওমানের মাস্কাট। এখানের ট্র্যাফিক ব্যবস্থা এতোটাই উন্নত যে, তাদের এই অত্যাধুনিক সিস্টেম দেখে যে কেউই মুগ্ধ হবেন। রাস্তায় কোনো অনিয়ম করে পার পাওয়ার উপায় নেই। আর তাই এবছর আরব বিশ্বের প্রথম স্থান অর্জন করেছে মাস্কাটের ট্র্যাফিক ব্যবস্থা।
২০২৩ সালের ওয়ার্ল্ড ট্র্যাফিক ইনডেক্স অনুসারে ট্র্যাফিকের দিক থেকে সেরা আরব শহর হিসাবে স্থান পেয়েছে ওমানের মাস্কাট। সবচেয়ে জনবহুল শহরের ট্র্যাফিকের দিক থেকে মাস্কাট বিশ্বের ১৮৫ তম স্থানে রয়েছে। এটি এই ক্ষেত্রে আরব বিশ্বের সবচেয়ে কম জনবহুল এবং ট্র্যাফিকের দিক থেকে সেরা হিসাবে স্থান পেয়েছে।
রয়্যাল ওমান পুলিশের (আরওপি) এক কর্মকর্তা জানান, ওমানের প্রদেশগুলোতে ট্রাফিক নির্দেশনাগুলো কঠোর ভাবে পালন করা হয়। ফলে, চালক পথচারীদের রাস্তা ব্যবহারে নিরাপদ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, ট্র্যাফিকের নির্বিঘ্ন প্রবাহ নিশ্চিত করার জন্য পুলিশের উপস্থিতি, স্পিড ডিটেক্টরের উপস্থিতি, ট্র্যাফিক চলাচলে আরওপি দ্বারা প্রচেষ্টা এবং যানজট সৃষ্টিকারী সমস্যাযুক্ত অঞ্চলগুলো সনাক্তকরণ, নাগরিকদের ট্র্যাফিক স্বাচ্ছন্দ্যের উপায় সরবরাহ করার জন্য যানজট এবং ট্র্যাফিকের প্রবাহ হ্রাস করতে সহায়তা করেছে ওমানের নাগরিক ও প্রবাসীরা।
২০২৩ সালের ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার রাজধানী লাগোস ট্রাফিকের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ শহর হিসেবে স্থান পেয়েছে। এর পরেই রয়েছে কোস্টারিকার সান হোসে, শ্রীলঙ্কার কলম্বো, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং তারপর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর। নেদারল্যান্ডসের পেস্ট শহরটি ট্র্যাফিকের দিক থেকে বিশ্বের সেরা শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post