ঈদের আনন্দ উদযাপন করতে বেসরকারিখাতের শ্রমিকদের বেতন আগেভাগে পরিশোধ করার নির্দেশ দিয়েছে ওমান সরকার। বুধবার (৫ এপ্রিল) ওমানের শ্রম মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়।
শ্রম মন্ত্রণালয় জানায়, শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি খাতকে তাদের প্রতিষ্ঠানে শ্রমিকদের মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে বেসরকারি খাতের কর্মচারীরা ঈদুল ফিতরের জন্য সময়মতো প্রস্তুতি নিতে পারবেন।
এদিকে, ওমানে সময়মত শ্রমিকদের বেতন না দিলে মালিককে জরিমানার মুখোমুখি হতে হবে। দেশটির মজুরি সুরক্ষা ব্যবস্থার (ডব্লিউপিএস) মাধ্যমে কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ সংস্থাগুলোর বিরুদ্ধে শ্রম মন্ত্রণালয় একটি জরুরি সতর্কতা জারি করেছে।
শ্রম মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়েছে, যেসব কোম্পানি মজুরি সুরক্ষা ব্যবস্থার (ডব্লিউপিএস) মাধ্যমে কর্মচারীদের বেতন হস্তান্তরে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) এরাবিয়ান ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post