প্রায় তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করেছে এমিরেটস এয়ারলাইন্স। বৃহস্পতিবার ঢাকা থেকে ২৫৮ জন যাত্রী নিয়ে দুবাই গেছে ফ্লাইটটি। এর আগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ওই ফ্লাইট। দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায় ‘ইকে-৫৮৫’ ফ্লাইটটি অবতরণ করে।
এদিকে ইতিমধ্যেই স্বাভাবিক জীবন যাপনের ঘোষণা দিয়েছে আমিরাত সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাত ১১ টা থেকে সকাল ছয়টা এবং অন্যান্য ৬টি এস্টেট সমূহে জীবাণুনাশক ছিটানো প্রত্যাহার করে নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ ওমানের স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
বুধবার ( ২৪ জুন) আমিরাত সরকার থেকে এ ঘোষণা দেওয়া হয়। করোনার সংক্রামন রোধে আইন-কানুন অবশ্যই মেনে চলতে হবে। ১২ বছরের নিচে যারা ছোট বাচ্চাদের নিয়ে মলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সেইসাথে স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সব সময় মাস্ক-হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে দুবাই সরকারের পক্ষথেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post