দীর্ঘদিন যাবত পরকীয়ায় আসক্ত দুবাই প্রবাসীর স্ত্রী। স্বামী বাধা দেওয়ায় সোমবার সকালে স্ত্রীর মা, ভাই, বাবাসহ ৪-৫ জন মিলে স্বামীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই প্রবাসী একই বাড়ির চাচাতো বোনকে ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে ২০১৬ সালে দুবাই নিয়ে যান, দীর্ঘ ছয় বছর দুবাই থাকার পর প্রবাসে আসক্ত হয়ে পড়েন স্ত্রী। স্বামী তা জানতে পারেন। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে ২০২২ সালে ওই প্রবাসী তার স্ত্রীকে দেশে পাঠিয়ে দেন। এরপরও স্ত্রীর পরকীয়া বেড়েই চলতে থাকে। প্রবাসীর অর্থায়নে ঢাকায় ৩৫ লাখ টাকা দিয়ে স্ত্রী তার মায়ের নামে কৌশলে একটি ফ্ল্যাট ক্রয় করে নেন।
প্রবাসী সাংবাদিক জানান, তার স্ত্রী বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইল করে নগদ আট লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। এতসব করার পরেও তার সঙ্গে সংসার করার চেষ্টা করে এবং সংসার টিকিয়ে রাখার জন্য গ্রামের বাড়ি নুরপুরে ৮০- ৯০ লাখ টাকা দিয়ে একটি বিল্ডিং ঘর নির্মাণ করেন। এরপরেও স্ত্রী পরকীয়া চালিয়ে যায়। এজন্য বাবার বাড়িতে থাকতেন তার স্ত্রী।
প্রবাসীর নতুন বিল্ডিং ঘরটি গত কয়েক দিন আগে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। সোমবার সকালে প্রবাসীর স্ত্রী, শাশুড়ি, শ্বশুর, শ্যালকসহ কয়েকজন মিলে বিল্ডিং ঘরটি ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে প্রবাসীর শাশুড়ি বলেন, আমার মেয়ের জামাই রোববার রাতে দুবাইয়ে বিয়ে করেছেন। এজন্যই আমি রাগে ক্ষিপ্ত হয়ে ভাঙচুর করি।
আরও পড়ুন: স্মরণকালের ভয়াবহ আগুন বঙ্গবাজারে, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস
প্রবাসীর স্ত্রী বলেন, ২০১৫ সালে আমার মতের বিরুদ্ধে চাচাতো ভাই জোর করে বিয়ে করে দুবাই নিয়ে যায়। দীর্ঘদিন দুবাইতে একসঙ্গে ছিলাম। আমার কোনো সন্তানাদি হয় না বিধায় সে আরেকটি বিয়ে করার চেষ্টা করে। সেটা আমি জানতে পারলে আমাকে সে দেশে পাঠিয়ে দেয় এবং কোনো খোঁজখবর নেয় না। রোববার আমি জানতে পারি সে দুবাইতে বিয়ে করেছে। তাই মানসিকভাবে স্থির থাকতে না পেরে আমি ভাঙচুর করি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আজকের বিষয়টি সম্পর্কে আমি ফোনে অবগত হয়েছি, বিষয়টি শুনে খুবই খারাপ লেগেছে। কাজটি মোটেও সমীচীন হয়নি। আমি বিগত কয়েক দিন আগে বিষয়টি সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করেছিলাম। তারা রায় না মানায় একপর্যায়ে আমি উঠে চলে আসি।
নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, আমি ৯৯৯ নাম্বার থেকে একটি কল পাই এবং বিষয়টি সম্পর্কে জানতে পারার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post