পানির অপর নাম জীবন। এই জীবনের প্রয়োজনীয়তায় মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না। জীবন যুদ্ধের গন্ডিতে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে সংযুক্ত আরব আমিরাতে পানির কোম্পানির যাত্রা শুরু করলেন এক বাংলাদেশি প্রবাসী সাংবাদিক।
জীবিকার তাগিদের সৌদি আরব ছুটে গিয়েছিলেন প্রবাসী সাংবাদিক আব্দুল হালিম নিহন। সেখানে গণমাধ্যমে কাজের পাশাপাশি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে অবিরাম যুদ্ধ করেছেন এই রেমিটেন্স যোদ্ধা।
ব্যবসায়িক পরিধি বাড়াতে সেখান থেকে তিনি ছুটে আসেন সংযুক্ত আরব আমিরাত। সমৃদ্ধশালী এই দেশটিতে মানুষের জীবন বাঁচাতে এবং চাহিদা মেটাতে তিনি বেঁচে নেন বিশুদ্ধ পানি উৎপাদন ব্যবসা।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে এ পানি উৎপাদন কারখানাটি উদ্বোধন কালে হাজির হয়েছিলেন সাংবাদিক আব্দুল হালিম নিহনের সহকর্মী প্রবাসী সাংবাদিকবৃন্দ। সাথে ছিলেন বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও। এই উৎপাদন কারখানাটির নামকরণ করা হয়েছে (পানি)। আমিরাতে আরো একটি বাংলাদেশি কোম্পানির যাত্রায় স্বাগত জানিয়েছেন দূতাবাসের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
আব্দুল হালিম নিহন প্রবাসে অবস্থানরত বাংলাদেশী সংবাদ কর্মীদের জন্য একটি উদাহরণ হয়ে থাকতে পারেন এমনটি জানিয়েছেন প্রবাসী গণমাধ্যম কর্মীরা। আমিরাত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলি আল সাদিক বলেন, প্রবাসে গণমাধ্যমে কাজ করতে গেলে প্রতিটি সংবাদ কর্মীর সচ্ছলতা প্রয়োজন। তাই সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রবাসে বিনিয়োগ করে নিজেদের প্রতিষ্ঠিত করা অত্যন্ত জরুরী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post