হুন্ডিতে টাকা পাঠালে বেহাতের আশঙ্কা থাকে, প্রবাসীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানালেন কষ্টার্জিত টাকা বৈধ পথে নিরাপদে দেশে পাঠাতে। রবিবার (২ এপ্রিল) গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় তিনি এ আহ্বান জানান।
বিদেশে কেউ যেন ধোঁকাবাজিতে না পড়ে, সেজন্য মন্ত্রণালয়কে জনসচেতনতা বাড়ানোর নির্দেশও দেন তিনি। বক্তব্যে উল্লেখ করেন, বিদেশ যেতে ট্রেনিং, ব্যাংক ঋণসহ সরকারের নানা পদক্ষেপের কথা। পরামর্শ দেন দালালের মাধ্যমে বিদেশে না যেতে।
প্রধানমন্ত্রী বলেন, বৈধপথে দেশে টাকা পাঠালে প্রণোদনা দেওয়া হচ্ছে। তা ছাড়া পাঠানো অর্থ যথাযথভাবে পাওয়ার নিশ্চয়তার কথাও উল্লেখ করেন তিনি। ব্যাংকগুলোকে বিদেশে আরও এজেন্ট নিয়োগের পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর উপায় আরও সহজ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post