বরাবরের ন্যায় এবছরও পবিত্র রমজান মাসে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেলো ওমানে। দেশটির কারাগারে বন্দীদের মধ্যথেকে অসচ্ছল ৩১৯ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। রমজানের প্রথম সপ্তাহে দেশটির ফাক কুরবাহ নামক একটি সংস্থার মাধ্যমে এই বন্দীদের মুক্তির ব্যবস্থা করা হয়। মূলত ওমানের জেলে বন্দী অসহায় ও অসচ্ছলদের আইনি সহায়তা দিয়ে থাকে মানবিক এই সংস্থা। তাদের মাধ্যমে প্রতি বছর প্রায় হাজারের মত জেল বন্দী মুক্তি লাভ করেন।
এবার ওমানের ১০টি প্রদেশের বন্দিশালা থেকে তাদের মুক্ত করা হয়। এর মধ্যে উত্তর আল বাতিনাহ থেকে ৯৮ জন, আল দাহিরাহ থেকে ৫৪ জন এবং আল বুরাইমি প্রদেশ থেকে ৪২ জন বন্দী মুক্তি লাভ করে। এছাড়া দক্ষিণ আশ শারকিয়াহ থেকে ৩২ জন, মাস্কাট থেকে ২৯ জন এবং আল দাখিলিয়াহ প্রদেশ থেকে ২০ জন অসচ্ছল বন্দি মুক্তি পেয়েছেন।
পাশাপাশি দক্ষিণ আল বাতিনাহ থেকে ২৬ টি, উত্তর আল শারকিয়াহ থেকে ১৩ টি, ধোফার প্রদেশ থেকে ৪ টি এবং মুসান্দাম থেকে একটি মামলা খারিজ হয়েছে। সংস্থাটি তাদের দশম সংস্করণে ১ হাজার ৩০০ বন্দীকে মুক্তির টার্গেট নিয়ে কাজ করছে। আরও অসচ্ছল বন্দি এবং তাদের পরিবারের আশা ফিরিয়ে আনতে উদ্যোগের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post