বয়স কোনো বাধা নয়। এই কথাটি আবারও প্রমাণ করলেন সংযুক্ত আরব আমিরাতের চার বছর বয়সী সাইদ রাশেদ আলমাহেরি। একক ব্যক্তি (ছেলে শিশু) হিসেবে এ বয়সে একটি পুরো বই প্রকাশ করায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাইদের বয়স চার বছর ২১৮ দিন। তার লেখা দ্য এলিফ্যান্ট অ্যান্ড দ্য বিয়ার নামের শিশুতোষ বইটি এরইমধ্যে হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। গত ৯ মার্চ তার রেকর্ডটি ভেরিফাই করা হয়। তার বইটিতে মূলত দুটি প্রাণীর বন্ধুত্বের গল্প বলা হয়েছে।
তবে সাইদ তার পরিবারে একাই বিশ্বরেকর্ডধারী নয়। তার বোন আলধাবি সবচেয়ে কম বয়সে দুটি ভাষায় বই প্রকাশ করে বিশ্বরেকর্ড গড়ে। সে ৮ বছর বয়সেই মেয়ে শিশু হিসেবে দুই ভাষায় বই লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছিল। আলধাবি এখন তার দেশের সবচেয়ে কমবয়সী উদ্যোক্তা। তার একটি প্রকাশনী সংস্থাও রয়েছে।
সাইদ বলেন, আমি আমার বোনকে ভালোবাসি। আমরা এক সঙ্গে পড়ি, আঁকি এবং অন্যান্য অনেক কাজ করি। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই বইটি লিখেছি।
আরও দেখুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post