বিমানে এক কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগ সুইডেনের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইন্ডিগো বিমানের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি ব্যাংকক থেকে মুম্বাইতে যাচ্ছিল। নিউজ এজেন্সি এএনআই এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
অভিযুক্ত ওই ব্যক্তি হলেন ইলাস ইরিক তারাল্ড জোনাস ওয়েস্টবার্গ। মুম্বাইতে বিমানটি অবতরণ করার পরই বিমানের কর্মীরা ৬৩ বছর বয়সী ইলাস ইরিককে পুলিশের হাতে তুলে দেয়।
এছাড়া বিমানের যাত্রীরা তার বিরুদ্ধে বিরূপ আচরণ করা অভিযোগ তুলেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিমানটি অবতরণ করা পর্যন্ত তিনি উদ্ভট আচরণ করতে থাকেন। ২৪ বছর বয়সী এক কেবিন ক্রুকে যৌন হয়রানি করার পর সঙ্গে সঙ্গে ঘটনাটি ক্যাপ্টেনকে জানানো হয়। পরে ক্যাপ্টেন বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়।
অভিযুক্ত ওই কেবিন ক্রু ন্যাশনাল ডেইলিকে জানায়, সে খাবার খাওয়ার জন্য আবেদন জানায়, কিন্তু তাকে জানানো হয় সামুদ্রিক কোনো খাবার নেই। পরে তার কাছ থেকে টাকা নিয়ে মুরগির মাংস সরবরাহ করা হয়। পজ মেশিনে যখন তার কাছ থেকে টাকা নেওয়া হয় তখন সে আমার হাত চেপে ধরে।
আমি তার হাত সরিয়ে দিয়ে কার্ডের পিন নম্বর জানতে চাই। কিন্তু সে সময় ওই যাত্রী তার সীমা ছাড়িয়ে যায়। সে একের পর এক আমার শরীরে হাত দিতে থাকে। এ ঘটনা অন্য যাত্রীরা দেখছিল। পরে আমি চিৎকার করলে সে আমার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে সে তার আসনে চলে যায়।
তার আইনজীবী দাবি করেছেন, সে কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। অন্যের সাহায্য ছাড়া সে কিছুই করতে পারেন না। মূলত পজ মেশিনে অর্থ পরিশোধ করতে চাননি তিনি। এজন্য সে কেবিন ক্রুর হাত চেপে ধরেছেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। গত তিন মাসে এ নিয়ে ভারতের বিমানে ৮বারের মতো এ ধরনের ঘটনা ঘটেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post