ময়মনসিংহের নান্দাইলে তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী মোছা. সাথী আক্তার (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের নিজ বিল্ডিং থেকে উদ্ধার করা হয়। নিহত মোছা. সাথী আক্তার ওই গ্রামে প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাথী আক্তারের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকায় ছোট দুটি মেয়েকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। শুক্রবার দুপুরের দিকে বড় মেয়ে সামিয়া আক্তার মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গিয়ে দরজা জানালা বন্ধ পায়। পরে ইটের সুড়ঙ্গ দিয়ে একটি কক্ষের ভেতরে মাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। বিকেল ৩টায় ঘটনাস্থলে পুলিশ এসে ৪টার দিকে মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post