সৌদি আরবের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭ বাংলাদেশি। বুধবার সৌদির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাসে বাংলাদেশি যাত্রীর সংখ্যা ছিল ৩৫ জন। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। তবে আরও পাঁচজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। তাদের লাশ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।
পরিচয় শনাক্ত হওয়া ১৩ বাংলাদেশি হলেন: ১. নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, ২. কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, ৩. নোয়াখালীর মোহাম্মদ হেলাল, ৪. লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, ৫. কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, ৬. কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, ৭. গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, ৮. চাঁদপুরের কালু মিয়ার ছেলে রুক মিয়া, ৯. কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, ১০. কুমিল্লার দেবীদ্বারের গিয়াস হামিদ, ১১. যশোরের কাওসার মিয়ার ছেলে মোহাম্মদ নাজমুল, ১২. যশোর ইস্কান্দারের ছেলে রনি, ১৩. কক্সবাজারের মোহাম্মদ হোসেন
আহত ১৭ বাংলাদেশির মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের আবুল বাশারের ছেলে সালাহউদ্দিন, ভোলার বুরহান উদ্দিন উপজেলার আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরের সিরাজুল্লাহর ছেলে মিনহাজ, চাঁদপুরের কচুয়ার মো. জয়নালের ছেলে জুয়েল, মাগুরার জাকির মোল্লার ছেলে আফ্রিদি মোল্লা, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আবু সাইদের ছেলে মো. রিয়াজ, মো. সেলিম, কুমিল্লার লাকসামের আইয়ুব আলীর ছেলে দেলোয়ার হোসাইন, মুরাদনগর উপজেলার আব্দুল মালেকের ছেলে ইয়ার হোসাইন, মো. জজ মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম, নোয়াখালীর সেনবাগের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন, মাগুরার মোহাম্মদপুরের ফজলুর রহমানের ছেলে মিজানুর রহমান ও যশোর সদরের কাজী আনোয়ার হোসাইনের ছেলে মো. মোশাররফ হোসাইন।
এ ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন আব্দুল হাই, রানা, হোসাইন আলী ও কুদ্দুস। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসের আইন সহকারী (এলে) আজিজ ফরকান বলেন, বাংলাদেশি ছাড়াও নিহতদের মধ্যে মিসর, সুদান ও ইয়েমেনের নাগরিক রয়েছেন। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর সঙ্গে সংঘর্ষে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post