রাজধানীর যাত্রাবাড়ীতে দুবাইফেরত মো. আমজাদুল ইসলাম জ্যাকি (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্ত্রীর দাবি, ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। আমজাদুল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
মৃতের স্ত্রী সুমাইয়া আফরিন বলেন, ‘আট মাস আগে আমজাদুল দুবাই থেকে চলে আসেন। পরে তার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়। আমার দুই সন্তান আছে জেনেই চার মাস আগে তিনি আমাকে বিয়ে করেন। আমরা যাত্রাবাড়ী থানাধীন জুনিয়েট স্কুলের পাশের গলিতে একটি বাসায় তৃতীয় তলায় ভাড়া থাকি।’
তিনি আরও বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় আমজাদুল ইফতার করেন। এরপর আমি পার্লারে যাই। আমি পার্লার থেকে ফিরে এসে দেখি রুমে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বলতে পারেননি সুমাইয়া আফরিন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post