ওমানের আল দাহিরা এলাকায় একটি বাসা থেকে চুরির অভিযোগে একজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়েল ওমান পুলিশ। বুধবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে বলেছে, “আল দাহিরা এলাকায় একজন বাসিন্দার অনুপস্থিতিতে ঐ চোর বাড়িতে প্রবেশ করে। চোর একজন এশিয়ান নাগরিক। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।”
আরও পড়ুনঃ পহেলা জুলাই থেকে খুলছে রয়্যাল ওমান পুলিশের সকল সেবা
রয়্যাল ওমান পুলিশ দেশটির সকল নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির জন্য সতর্কতা অবলম্বন ও সমস্ত সুরক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছে। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে বলেছে, “এর আগে কোস্ট গার্ডের টহল দল মুসান্দাম এলাকায় চোরাচালানকারী নৌকাকে ধরে ৩ হাজার ৫০০ বাক্স চোরাই সিগারেট আটক করেছে। এই সময় উক্ত নৌকার তিনজন এশীয় ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post