শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় দশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যারাবিয়ান বিজনেস।
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত কমিটি একাধিক তল্লাশি অভিযানে গত তিন মাসের মধ্যে এই সকল প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে প্রায় ৩ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয় গত মাসে।
মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করে এই কমিটি। আটক প্রবাসীদের মধ্যে জেলে, কৃষক ও স্ক্র্যাপকর্মীরা ছিলেন। শ্রম বাজারেও এই অভিযান চালানো হয়েছে।
প্রবাসী শ্রমিক ছাড়াও, অন্যদেশের নাগরিকদের কাছে ভিসা বিক্রি করে এমন কয়েকটি এজেন্সি এবং এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও ধরা হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post