বহুল বিতর্কিত গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সম্প্রতি মধ্যপ্রচ্যসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। সেসব দেশে গণঅধিকার পরিষদের শাখা হিসেবে ‘প্রবাসী অধিকার পরিষদ’ শাখা কমিটি গঠন করেছেন। ফান্ড কালেকশনের নামে প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থসহ দামি উপঢৌকন নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ২৭ মার্চ কাতারে এ নিয়ে তোপের মুখে পড়েন ভিপি নুর।
সম্প্রতি তিনি কাতার ভ্রমণ করে ‘কাতার প্রবাসী অধিকার পরিষদ’ এর কমিটি গঠন করেছেন। এ সময় তার বিরুদ্ধে গাড়ি নিয়ে কাতার প্রবাসী অধিকার পরিষদের সভাপতির পদ দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কাতার প্রবাসী অধিকার পরিষদের এক অনুষ্ঠানে নুরুল হক নুরকে সভাপতি করা হয়েছে। সেখানে উপস্থিত শফিকুল নামে এক প্রবাসী নুরুল হক নুরকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিচ্ছেন। এ ছাড়া তিনি সারা বাংলাদেশে নুরকে ভ্রমণে সহায়তা করার আহ্বান জানাচ্ছেন।
এদিকে, কাতার সফর শেষে আজ ওমান যাচ্ছেন ভিপি নুর। সূত্রে জানাগেছে, সাবেক ভিপি নুর বিভিন্ন দেশে গিয়ে প্রবাসীদের নিয়ে ‘প্রবাসী অধিকার পরিষদ’ এর ব্যানারে গণঅধিকার পরিষদের শাখা কমিটি গঠন করছেন। আর এসব কমিটির পদ পেতে সেসব দেশের প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থসহ বিভিন্ন দামি উপঢৌকনও নিচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post