ওমানে চলছে প্রাকৃতিক দুর্যোগ। মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির বিভিন্ন প্রদেশে ভারী বর্ষণে বেশকিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। দেশটির নেজুয়া অঞ্চলে বন্যার পানিতে আটকে থাকা অবস্থায় গাড়ির মধ্য থেকে এক নারীকে উদ্ধার করার কথা জানিয়েছে ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)।
এক বিবৃতিতে সিডিএএ জানিয়েছে, বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ ওয়াদি (উপত্যকা) পারাপারের সময় পানির তীব্র স্রোতে গাড়ি আটকে যায়, পরে আল দাখিলিয়াহ প্রদেশের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল এসে তাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার কৃত নারী সুস্থ আছেন।
এছাড়াও, মুদাইবি নামক স্থান থেকে আরো ৪ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। এভাবে ওমানের আরো বেশ কিছু অঞ্চলে পানির তীব্র স্রোতে গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাগরিক ও প্রবাসীদের উপত্যকা অতিক্রম, নিচু স্থানে যাওয়া এবং সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃষ্টিপাতের সময় অতি জরুরী প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে বের না হতে বলা হয়েছে।
জরুরী প্রয়োজনে বের হলে, অবশ্যই আবহাওয়া বার্তা দেখে বাড়ি থেকে বের হবার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গাড়ী চালকদের পাহাড়ি রাস্তা ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বৃষ্টিপাতের সময় গাড়ি চলাচলে নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ওয়াদি পারাপারে ঝুঁকি না নিতে বলা হয়েছে। সেইসাথে শিশুদের প্রতি বিশেষ লক্ষ রাখারও অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post