ওমানের বেশ কয়েকটি প্রদেশ এবং এলাকায় মেঘ অগ্রসর হচ্ছে। এসব মেঘ ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত তৈরি করতে সক্ষম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ মার্চ) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে আবহাওয়ার সর্বশেষ এই বুলেটিন জানানো হয়। ওমানের রাজধানী মাস্কাটের উপকূলে বর্তমানে মেঘ তৈরি হচ্ছে, সালতানাতের বেশিরভাগ গভর্নরেট এবং এলাকাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত আছে।
ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর আশ শারকিয়ার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আল বুরাইমি (মাহদা) এবং দক্ষিণ আল বাতিনাহ (সুওয়াইক) এর দিকে বজ্রপাত হচ্ছে।
আবহাওয়া বিবৃতিতে জানানো হয়েছে, হাজার পর্বতমালা এবং পার্শ্ববর্তী অঞ্চলে, মাস্কাটের উপকূলে এবং দক্ষিণ আশ শারকিয়াহ এবং আল উস্তা ও ধোফারের উপর মেঘের প্রবাহ অব্যাহত রয়েছে।
ওমান আবহাওয়া অধিদফতর অনলাইনে এক বিবৃতিতে জানিয়েছে, ঘন মেঘ উত্তর-পূর্ব দিকে আল বাতিনাহ আল খাবুরাহ ও সাহামের দিকে অগ্রসর হচ্ছে।
ওমানের আবহাওয়া বিভাগ ইজকি ও নিজওয়া থেকে কুরাইয়াত, দিমা ওয়াল তাইয়িন ও ইবরার দিকে মেঘের গতিবিধি পর্যবেক্ষণ করেছে, যার ফলে বজ্রসহ হাজার পর্বতমালা ও পার্শ্ববর্তী এলাকা ও মরুভূমিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এটি আল দাহিরা, আল দাখিলিয়াহ, দক্ষিণ আল বাতিনাহ এবং উত্তর আল বাতিনাহ প্রদেশের কিছু অংশে সঞ্চারনশীল মেঘের উপস্থিতি এবং বিভিন্ন তীব্রতার বৃষ্টিপাত অব্যাহত থাকার দিকেও ইঙ্গিত করেছে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , আজ বেশিরভাগ প্রদেশের আবহাওয়া মেঘলা থাকবে এবং মাঝে মাঝে সক্রিয় বাতাস এবং শিলাবৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওমানের আবহাওয়া বিভাগ নিশ্চিত করেছে যে তীব্র বাতাসের কারণে মরুভূমি এবং উন্মুক্ত অঞ্চলে ধুলিঝড়ের সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post